ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

শুভ জন্মদিন রুনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১১ জানুয়ারি ২০২০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন কয়েক দশক ধরে। বেশ কিছু ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘ছিটকিনি’ দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছে। ক্যারিয়ারের দারুণ সময় পার করেছেন ২০১৯ সালে। হালদা সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আজ (১১ জানুয়ারি) তার জন্মদিন। বিশেষ এই দিনে অসংখ্য ভক্ত ও অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রুনা। একুশে পরিবারের পক্ষ থেকেও তার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা।

রুনা খানের শৈশব কাটে টাঙ্গাইল শহরে। ১৯৯৮ সালে তিনি ঢাকা আসেন। তার পিতা ছিলেন সরকারি চাকুরিজীবী। তিনি তার পিতামাতার বড় সন্তান। ২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নাম গোত্রহীন’ মঞ্চ নাটকে অভিনয় করেন। পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও নির্দেশনা দিয়েছেন ঊষা গাঙ্গুলী। এছাড়া রুনা খান আসাদুজ্জামান নূর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চ নাটকে অভিনয় করেন।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি