শুরু হচ্ছে মোংলা-নেপাল পণ্য পরিবহন(ভিডিও)
প্রকাশিত : ১০:১৮, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:২০, ৪ অক্টোবর ২০১৮
ট্রানজিট সুবিধায় প্রথমবারের মত মংলা বন্দরে খালাস হওয়া পণ্য যাচ্ছে নেপালে। গতকাল বুধবার চীন থেকে আমদানি করা ২৫ হাজার ৩৫০ মেট্রিকটন সার নিয়ে একটি জাহাজ বন্দরে ভিড়ছে। পরে তা মালবাহী ট্রেনে যশোরের নওয়াপাড়া থেকে ভারত হয়ে নেপাল যাবে। এ অবস্থায় বন্দরকে আরো আধুনিক করার তাগিদ ব্যবসায়ীদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, এই মূহুর্তে বিদেশি ব্যবসায়ীদের ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত মোংলা বন্দর।
বন্দর সৃষ্টির মাঝামাঝি সময়ে শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে মংলা বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। ধারাবাহিক লোকসানে অচল হয়ে পড়েছিল বন্দরটি। এরপরে মৃতপ্রায় এ বন্দরের প্রতি দেশি-বিশেীদের আগ্রহ বাড়াতে পদক্ষেপ নেয় সরকার। যোগ হয় আধুনিক যন্ত্রপাতি। নিশ্চিত করা হয় বিনিয়োগকারীদের নিরাপত্তা।
এরইমধ্যে ভারত ও নেপালকে ট্রানজিট সুবিধা দিতে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এ অবস্থায় প্রথমবারের মত মংলা বন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি করতে চীন থেকে সার আমদানি করেছেন ব্যবসায়ীরা।
তবে বন্দরকে আরো আধুনিক করার দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
বন্দর কর্তৃপক্ষ ও উপদেষ্টা কমিটি বলছে, এ মূহুর্তে বিদেশি ব্যবসায়ীদের ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত মংলাবন্দর।
বন্দরকে আরো গতিশীল করতে আরো আধুনিক যন্ত্রপাতি সংযোজনের দাবি বন্দর সংশ্লিষ্টদের।
আরও পড়ুন