ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হচ্ছে সুন্দরীদের নতুন প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকায় শুরু হচ্ছে সুন্দরীদের নতুন প্রতিযোগিতা ‘কুইন অব সাউথ এশিয়া’। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। দেশগুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপাল।

এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিল্পী সংকট কাটবে এমনটাই দাবি করছে আয়োজকরা।

প্রতিযোগিতা উপলক্ষ্যে শনিবার বিকেল ৪টায় রাজধানীর বনানীর এক অভিজাত রেস্তোরাঁয় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে আলাদা আলাদা অডিশন শেষে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে যে কোনো একটি দেশে। বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে এই আয়োজনে।

প্রতিযোগিতাটির যৌথ আয়োজক বাংলাদেশের প্লাটফর্ম এটিএন ইভিন্টেস এবং ফাব কমিউনিকেশন।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি