ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

শুরু হলো সিক্সমেট’র আনুষ্ঠানিক পথচলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৮ মার্চ ২০২০ | আপডেট: ১২:৩৯, ৮ মার্চ ২০২০

সিক্সমেট’র সদস্যবৃন্দ- একুশে টেলিভিশন

সিক্সমেট’র সদস্যবৃন্দ- একুশে টেলিভিশন

অর্থনৈতিকভাবে নিজেরা স্বাবলম্বী হওয়া এবং মানব কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সমবয়সী একদল তরুণ উদ্যোক্তামনা বন্ধুরা ‘সিক্সমেট’ নামের একটি সংগঠন গঠন করেছেন। গতকাল শনিবার রাজধানীর বাড্ডাতে অবস্থিত দ্যা আর্টিচোক ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ সংগঠনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয় সংগঠনের আত্মপ্রকাশ। পরে সংগঠনটির কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মধ্য থেকে আগামী ৬ মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। আগামী ৬ মাস সদস্য পদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এ সময়ের মধ্যে যে কেউ সদস্য পদও বাতিলের জন্য আবেদন করতে পারবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি