শুরু হয়েছে ল্যাপরোস্কপি স্কিল কোর্স শীর্ষক দু’দিনব্যাপী ওয়ার্কশপ
প্রকাশিত : ১৬:৫৩, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১৫ মে ২০১৭
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে ল্যাপরোস্কপি স্কিল কোর্স শীর্ষক দু’দিনব্যাপী ওয়ার্কশপ।
সোমবার সকালে মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে ওয়ার্কশপ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোসাইটি অব ল্যাপরোস্কিপিক সার্জন অব বাংলাদেশ এবং এসোসিয়েশন অব মিনিমাল এক্সেজ অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়েছেন দু’দেশের ল্যাপরোস্কপিক সার্জনরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ’র সভাপতি অধ্যাপক মুজিবুল হক।
আরও পড়ুন