ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুতে জোড়া আঘাত তানজিম সাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ১০ জুন ২০২৪

Ekushey Television Ltd.

টস হেরে বল করতে নামা বাংলাদেশের হয়ে প্রথম ওভারে উইকেট নেন তানজিম সাকিব। ডি ককের হাতে চার-ছক্কা খাওয়ার পর ওপেনার রেজা হেনড্রিকসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। পরের ওভারে তুলে নিয়েছেন ডি কককে।

দক্ষিণ আফ্রিকা ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন এইডেন মার্করাম ও ডেভিড মিলার। ডি কক ১৮ রান করে আউট হয়েছেন।  

একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ওপেনার সৌম্য সরকার বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী। শরিফুল ইসলামের ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা থাকলেও একাদশে নেই তিনি। তবে প্রোটিয়ারা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার একাদশ: রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, এনরিক নরকিয়া, ওটনেইল  বার্টম্যান।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি