ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

শুরুতে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২১ অক্টোবর ২০২৪

প্রোটিয়া পেসার মুল্ডারে ধুঁকছে বাংলাদেশ। সাদমান-মুমিনুলের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন মুল্ডার। ৬ ওভারের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

এই প্রতিবেদন পর্যন্ত ২১ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন পেসার উইয়ান মুল্ডার। ক্রিজে মাহমুদুলের সঙ্গী মুশফিক।

টস জিতে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। রাবাদার প্রথম ওভারটা কোনোমতে পার করলেও দ্বিতীয় ওভারেই উইকেট বিলিয়ে দেন সাদমান। মুল্ডারের ফুল লেন্থ ডেলিভারিতে অহেতুক শটে স্লিপে থাকা মার্করামের তালুবন্দি হয়ে খালি হাতেই সাজঘরে ফেরেন এই সাদমান।

মুমিনুল হক এদিন দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচটা স্মরণীয় করে রাখা হলো না তার। ল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরেছিলেন। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে একইরকম শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। 

দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চেয়েছিলেন। তবে অধিনায়কের ব্যাটও হতাশ করেছে বাংলাদেশকে। নিরীহদর্শন বলে ব্লক করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় শর্ট মিডঅফে। কেশব মহারাজের সহজ ক্যাচে ৩ উইকেট পূর্ণ করেন উইয়ান মুল্ডার। 

বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি