ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শুরুতেই ফিরলেন নাঈম শেখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৩ মার্চ ২০২২ | আপডেট: ১৫:২১, ৩ মার্চ ২০২২

লেগ বিফোরের শিকার হলেন নাঈম শেখ

লেগ বিফোরের শিকার হলেন নাঈম শেখ

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দল। প্রথম দুই ওভারে ১০ রান তুললেও ইনিংসের তৃতীয় ওভারেই নাঈম শেখকে হারিয়েছে বাংলাদেশ।

ফজল হক ফারুকীর দ্বিতীয় ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন নাঈম। ফেরার আগে পাঁচ বল থেকে মাত্র ২ রান আসে তাঁর ব্যাট থেকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ২২ রান। মুনিম শাহরিয়ার ১৬ রানে এবং লিটন দাস ২ রানে ক্রিজে আছেন।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে আলোচিত ব্যাটার মুনিম শাহরিয়ারের। যিনি প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এছাড়া টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরীর।

মুনিম জায়গা পেলেও একাদশে আছেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। তবে টি-টোয়েন্টির দলে ফিরলেও চোটের কারণে একাদশে ফেরা হয়নি মুশফিকুর রহিমের। একাদশে নেই তাসকিন আহমেদও। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাই পেস ইউনিট সামলাবেন তরুণ শরিফুল ইসলাম।

এদিকে, আফগানিস্তানের হয়েও এই ম্যাচে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন- দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি