ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

শুরুতেই লিটন-সাব্বিরকে হারালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৪৫, ১৬ মার্চ ২০১৮

লিটন দাসের পর সাজঘরে ফিরলেন সাব্বির রহমান। দলীয় ৩৩ রানে আকিলা ধনঞ্জয়ার বলে স্ট্যাম্পিং হলেন তিনি। আট বল খেলে ১৩ রান করলেন তিনি। এর আগে ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস। দলীয় ১১ রানে আকিলা ধনঞ্জয়ার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ হন তিনি। তিন বল খেলে শূন্য রান করেছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান। শ্রীলঙ্কার দেয়া ১৬০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে উঠে যাবে।

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনাল ম্যাচটিতে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম দশ ওভার নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের। দশ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল পাঁচ উইকেট হারিয়ে ৫৩ রান। কিন্তু পরবর্তীতে কুসল পেরেরা ও থিসারা পেরেরার ব্যাটিং তাণ্ডবে ভালো সংগ্রহ দাঁড় করে শ্রীলঙ্কা।

ম্যাচটিতে ওয়ানডাউনে ব্যাট করতে নেমে কুসল পেরেরা ৪০ বল খেলে করেছেন ৬১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার দশম অর্ধশত। অন্যদিকে, ৩৭ বল খেলে ৫৮ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার প্রথম অর্ধশত। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ চার ওভার বল করে ১৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান দুই ওভার বল করে নয় রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি, সৌম্য সরকার ১টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট নেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি