ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির সমালোচনায় হাছান মাহমুদ

শুয়রে চেনে কচু, কুকুরে চেনে হাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:২০, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের আইনজীবীকে খালেদা জিয়ার আইনজীবী নিয়োগ দেওয়ার সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুয়রে চেনে কচু, কুকুরে চেনে হাড়। সেজন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনজীবী হিসেবে কারলাইলকে বেছে নিয়েছেন। যে কারলাইল মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার পরামর্শক ছিলেন। কেন? পৃথিবীতে কী আইনজীবীর অভাব ছিল? ব্রিটেনেও কী আর আইনজীবী ছিলেন না?
তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
ড. হাছান মাহমুদ এ সময় বলেন, জার্মানির একটি সংগঠন দাবি করেছে, বিশ্বের পাঁচটি স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে নাকি বাংলাদেশ অন্যতম। শুনে হাসি পায়। কারণ, এমন একটি সংগঠন এ দাবি করেছে, যে সংগঠনের কোনো চেয়ার-টেবিল নাই। কোনো ঠিকানা নাই। তাদের ঠিকানা ওয়েবসাইট। আর এসব ওয়েবসাইটে টাকা দিয়ে এরকম রিপোর্ট করানো যায়।
সম্প্রতি জার্মানির একটি অনলাইন ভিত্তিক সংস্থা বাংলাদেশকে বিশ্বের পাঁচটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে অন্যতম বলে প্রতিবেদন দেয়। এর প্রতিবাদে ড. হাছান মাহমুদ বলেন, সংগঠনটির এ তালিকায় মিয়ানমার নাই। যে মিয়ানমারে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। তাদের তালিকায় ইসরায়েল আছে? এর ফলে বুঝা যায়, সংগঠনটির মান কেমন ও উদ্দেশ্য কী?
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি