ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শৃঙ্খলা ফেরাতে রাবিপ্রবিতে নিষেধাজ্ঞার সতর্কতা জারি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ৩১ জানুয়ারি ২০২৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হলের শৃঙ্খলা ও নিয়মনীতি ফেরাতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে হল কর্তৃপক্ষ। সতর্কতা, নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রভোস্ট দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবাসিক ৪ শিক্ষার্থীকে সতর্কতা ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে আর্থিক জরিমানা ও ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থী আকিব মাহমুদ হাসানের (ম্যানেজমেন্ট বিভাগের) নিষেধাজ্ঞার কারণ হিসেবে ভয়-ভীতি প্রর্দশনী, হুমকি প্রদান, নিয়ম বহির্ভূত হলের আসনে অন্য ছাত্রকে স্থান দেয়া, সম্প্রীতি নষ্ট ও সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর কারণ উল্লেখ করে আবাসিক হলের ৬.৪৩ এবং ৬.৪৯ ধারায় নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার (এক হাজার টাকা) ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রভোস্ট।

অন্যদিকে উচ্চস্বরে গান গাওয়া, চিৎকার করা, উপহাস করা, শৃঙ্খলাভঙ্গে আবাসিক ৪ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। তারা হলেন মোঃ রিয়াদ (ম্যানেজমেন্ট বিভাগ), পাংগু চাকমা (ম্যানেজমেন্ট বিভাগ) , আবীর চৌধুরি (সি এস ই বিভাগ) ও মহিউদ্দীন মুন্না (সিএসই বিভাগ)। 

আদেশ লঙ্ঘনে আসন বাতিলসহ আর্থিক জরিমানা ও আইনগত ব্যবস্থার বিষয়ে অগ্রিম সতর্ক করা হয়েছে।

এদিকে, বেশ কয়েকদিন আগে আবাসিক হলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে সহকারী প্রভোস্ট বহিরাগতদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ প্রকাশ করে। তাতেও কাজ না হলে তদন্ত সাপেক্ষে আবারও জরিমানা, নিষেধাজ্ঞা ও সতর্কতার বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি