ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেওড়াপাড়ায় মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ৫ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:৫১, ৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকে পড়ায়   প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে স্বল্পতাজনিত ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।  

রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।
 
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দরজা বন্ধ না হওয়ায় শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এজন্য বাকি সবকটি ট্রেন বিলম্ব হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়।
 
ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানানা, শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে দুজন নারী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েন। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়।
 
মেট্রো ট্রেনে আটকাপড়া যাত্রীরা ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি