ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শেখ জামাল ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৯:১৭, ৩০ মে ২০১৭


ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে শেখ জামাল ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মতিঝিল পাড়ার ক্লাবটি। সর্বোচ্চ ৫৯ রান করেছেন শামসুর রহমান। এর আগে জিয়াউর রহমানের সেঞ্চুরিতে ১৯৭ রান করে শেখ জামাল। জিয়া করেন ১০২ রান। দিনের অন্য ম্যাচে প্রাইম দোলেশ্বর ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী। জয়ের জন্য ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুন জয় পায় নীল-হলুদ জার্সিধারীরা। সাইফ ৮০ আর সাদমান করেন ৬৫ রান। প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে প্রাইম দোলেশ্বর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি