ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ জামালের ৭০তম জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ। বন্দিজীবন থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এই তরুণ তুর্কি। সম্মুখ সমরে দেশকে শত্রুমুক্ত করলেও পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে নির্মম হত্যার শিকার হন শেখ জামাল।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৫৪ সালের ২৮ এপ্রিল জন্ম নেন শেখ জামাল। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ছিলেন সফল ক্রীড়াবিদ, সংস্কৃতির সাথেও তার ছিল নিবিড় সম্পর্ক। 

পাকিস্তানি সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরের বাসা থেকে ভারতের আগরতলায় গিয়ে মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীন দেশে ফিরে যোগ দেন সেনাবাহিনীতে।

বিধ্বস্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর নির্দেশে আত্মনিয়োগ করেন শেখ জামাল। দেশের কল্যাণে নিবেদিত ছিলেন আমৃত্যু। 

ব্যক্তিগত জীবনেও ছিলেন অতি সাধারণ। কিন্তু ঘাতকের বুলেট ক্ষমা করেনি তাকে। ১৫ আগস্টের সেই কালরাতে পরিবারের অন্য সদস্যদের সাথে শহীদ হন শেখ জামাল। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি