শেখ মুজিবুর রহমান বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন ১৯৪৩ সালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-০৮)
প্রকাশিত : ১৬:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
কলকাতায় টানা ছয় বছর ছিলেন তরুণ ছাত্র শেখ মুজিব। অর্থাৎ ১৯৪২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত একটানা। এই সময়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক সক্রিয়তা কলকাতার বিশিষ্ট মহলে বিশেষ সাড়া ফেলে। সেখানকার রাজনীতিকদের কাছে ক্রমশ: শেখ মুজিবের নাম পৌঁছে যায়।
১৯৪৩ সালে শেখ মুজিব যোগ দিয়েছিলেন বেঙ্গল মুসলিম লীগে। পাকিস্তানে আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের পক্ষে বেঙ্গল মুসলিম লীগের হয়ে আন্দোলনে যোগও দিয়েছিলেন।
যখন তাঁর বয়স ২২ তখন গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করে উচ্চ মাধ্যমিক পড়তে গিয়েছিলেন কলকাতার ইসলামিয়া কলেজে। জন্মস্থান গোপালগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মুজিব কলেজে গিয়েও একই কাজে সন্নিবিষ্ট হন। হিন্দু মুসলিম দ্বন্দ্ব নিরসনের বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেয়া মুজিব কলকাতায় গিয়ে সক্রিয় হয়ে ওঠেন মুসলিম লীগের কর্মী হিসেবে। সর্বদা প্রতিবাদী মুজিব বেশ জনপ্রিয় হয়ে ওঠেন ইসলামিয়া কলেজের ছাত্র শিক্ষকদের কাছেও। এই সময়টাতে তিনি সক্রিয় রাজনীতিক হিসেবে আবির্ভূত হন। নির্বাচিত হন মুসলিম লীগের কাউন্সিলর।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com