ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

শেখ রাসেলকে হারালো শেখ জামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ১৪ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেলকে ৩-২ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকেই রাসেলের উপর চড়াও হয় শেখ জামাল ক্লাব। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্টেওয়ার্ট।

৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বি। ৭০ মিনিটে একটি গোল পরিশোধ করে শেখ রাসেলের তালিপভ।

কিন্তু৭৪ মিনিটে মাভলোনোভ গোল করলে ৩-১ এ লিড নেয় বিজয়ীরা। এরপর ম্যাচের ৭৫ মিনিটে রাসেলের ইউদোহ গোল করে ব্যবধান ২-৩ করলেও হার এড়াতে পারেনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি