শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরও ২ মামলা
প্রকাশিত : ১৫:১৫, ১৪ জানুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট গ্রহণ করায় শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে আরও দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
এ নিয়ে বিগত তিন দিনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়।
আলাদা দুই মলায় আজকে হাসিনা-জয়সহ সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত ৪টি মামলা করে দুদক।
পূর্বাচল নতুন শহরে শেখ পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে বিগত কিছুদিন ধরে অনুসন্ধান করছিল।
এমবি//
আরও পড়ুন