ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনাকে ঘুষ প্রদানের বিষয়ে যা বললেন রাশিয়ান রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৫ আগস্ট ২০২৪

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫ বিলিয়ন ডলার ঘুষ দেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।’

রবিবার (২৫ আগস্ট) নগরীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে আগে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

গত শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
এই বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের আগ থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে।  আমরা কি এতোই ক্রেজি হয়ে গেছি একজনকে ৫ বিলিয়ন দেবো। একটা প্রকল্প শুরু হলো আর ৫ বিলিয়ন দিয়ে দিলাম।

এটা রিউমার ও মিথ্যা।’
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি