শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধনায় অংশ নিতে নেতাকর্মীদের আহবান
প্রকাশিত : ১৯:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ২৮ মার্চ ২০১৭
সরকার উৎখাতের ষড়যন্ত্র না করে উন্নয়নের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। |শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহবান জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধনায় অংশ নিতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পরিচালনায় বিভিন্ন খাতে অভূতপূর্ব অবদান রাখায় এবারো জাতিসংঘের এজেন্ট অব চেইঞ্জ সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরলে বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাড়িয়ে তাকে সংবর্ধনা দেয়া হবে। গণসংবর্ধনা সফল করতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা যখন দেশের উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে সম্মানিত হচ্ছেন, তখন বিএনপি-জামায়াত সরকার উৎখাতের ষড়যন্ত্রে ব্যস্ত। রাষ্ট্রপতি সময়মতো সঠিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন পূনর্গঠন করবেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সংবর্ধনা সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে আশা করছেন আওয়ামী লীগ নেতারা ।
আরও পড়ুন