ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ (ভিডিও)

প্রকাশিত : ১২:১১, ১১ জুন ২০১৯

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ চত্বরের বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত এক এগারোর সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপোষহীন মনোভাব আর জনগনের অনঢ় দাবীতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

গণতন্ত্র আর ভোটের অধিকার রক্ষায় দলনিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার দাবিতে ২০০৬ সালে আবারো রাজপথে আওয়ামী লীগ। জনদাবি মানতে নারাজ বিএনপি-জামায়াত জোট সরকার। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন জোট সরকারের রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন।

উত্তাল আন্দোলন। পদত্যাগে বাধ্য হন ইয়াজউদ্দিন।দৃশ্যপটে এক এগারোর সরকার। সামনে ফখরুদ্দিন। নেপথ্যে মঈনউদ্দিন।

গনতান্ত্রিক ধারা ব্যহত করে সেই সরকার গঠনের আনুষ্ঠানিকতা হয়েছিল বঙ্গভবনে।

মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। জনরোষের ভয়ে কারাগারে না রেখে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে রাখা হয় আওয়ামী লীগ সভাপতিকে।

অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেবার দাবী ওঠে বিভিন্ন মহল থেকে। বঙ্গবন্ধু কন্যার আপোষহীনতা, তার দৃঢ়তা আর জনদাবির মুখে  শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তখনকার তত্ত্বাবধায়ক সরকার।

২০০৯ সালে নবম জাতীয় নির্বাচনে জনরায় আসে আওয়ামী লীগের পক্ষে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি