ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

শেখ হাসিনার ফোন নির্দেশনায় ষড়যন্ত্র করছে আ.লীগ

আকবর হোসেন সুমন

প্রকাশিত : ১০:৫৫, ১০ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:২২, ১০ নভেম্বর ২০২৪

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এমন অভিযোগের প্রমাণ মেলে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ফাঁস হওয়া ফোনালাপে। তবে যেকোন সহিংসতার বিরুদ্ধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী। 

শহীদ নূর হোসেন দিবস ঘিরে চলছে আওয়ামী লীগের ষড়যন্ত্র। যার নজির মিললো কক্সবাজারের কলাতলির এই আবাসিক হোটেল থেকে। শুক্রবার রাতে এখানে গোপন বৈঠক থেকে আ‘লীগ সমর্থক ১৯ ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে।

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে সমবেত হবার নানান কৌশলও এরইমধ্যে কর্মী-সমর্থকদের মধ্যে ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ষড়যন্ত্রের উস্কানি পাওয়া যায় খোদ শেখ হাসিনার নির্দেশনায়। যে ফোনালাপে ট্রাম্পকে সামনে রেখে এগোনোর পরিকল্পনার কথা শোনা যায়।

ভিডিও ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “ট্রাম্পের ওই ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি তুলে রাখবে। তখন আমরা ওটা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো। ভালো গ্যাদারিংটা যাতে হয় সেটা করো। নূর হোসেন দিবসের ছবিও থাকবে।”

শেখ হাসিনার এই ভয় দেখানো পুরোনো অভ্যাস উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিচারের মুখোমুখি না হয়ে জনগণের কাছে ফিরে আসতে পারবে না তারা।  

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “সেই দেশের প্রেসিডেন্টের ছবি নিয়ে শেখ হাসিনা গণতান্ত্রিক আন্দোলন করবে, এটা হচ্ছে মানুষকে থ্রেট করা, মানুষকে ভয় দেখানো। এসব ভয় দেখানো থ্রেট করা বাদ দিলে আমার মনে হয় তিনি কিছুটা হলেও রেহাই পেতে পারেন। কিন্তু বিচার থেকে রেহাই পাবেন এটি ভাবার কোনো কারণ নাই।”

এদিকে ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না।

গণজমায়েত কিংবা পদযাত্রা গণতান্ত্রিক অধিকার হলেও যেকোন নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত পুলিশ।

ডিএমপি উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আশা করি, কোনো দুষ্কতকারি অযথা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাটা করবেন না এবং জনজীবনে অস্বস্তিকর বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো কাজে লিপ্ত হবেন না।”

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নূর হোসেন চত্বরসহ রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে ডিএমপি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি