ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার নেতৃত্বে জনগণের আস্থা আছে: তারানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের আস্থা আছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে  দেশের যে উন্নয়ন হচ্ছে সেটি জনগণের কাছে দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ বিশ্ব মর্যাদায় সমাসীন। তাই আগামী নির্বাচনে মানুষ নৌকায়-ই ভোট দেবে।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তা দেখে দেশের জনগণ আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। টাঙ্গাইল কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১০৫টি স্টল অংশ নিচ্ছে।

এসময় ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি