ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সারাদেশের উন্নয়নের  ছোঁয়া খুলনায়ও লেগেছে। পদ্মা সেতু হচ্ছে, যার মাধ্যমে খুলনাবাসীর আর্থ-সামাজিক অবস্থার বৈপ্লবিক উন্নয়ন হবে।  
আজ শনিবার খুলনার সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতীতের সব কলঙ্কা-জজ্ঞাল দূর করে এগিয়ে যাচ্ছি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। রাষ্ট্রীয় টাকা পাচারকারীদের ও অর্থ আত্মসাতকারীদের বিচার করেছি। দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা এতিমের টাকা আত্মসাতকারীদের হাত থেকে দেশকে মুক্ত করবো। আমরা দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে মুক্ত করবো।
তিনি আগামী দিনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিনে নৌকায় ভোট দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি