ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শেফিল্ডের পর গ্লাসগোতেও খেতাব হারাচ্ছেন সূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৫ নভেম্বর ২০১৭

ব্রিটেনের শহর শেফিল্ড নগর কাউন্সিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সূচিকে দেওয়া ফ্রিডম অব সিটি খেতাব কেড়ে নেওয়ার পর, এবার গ্লাসগোতেও খেতাব হারাতে যাচ্ছেন মিয়ানমারের এই নেত্রী।

এর আগে ব্রিটেনের গ্লাসগো নগর কাউন্সিল সূচিকে দেওয়া ফ্রিডম অব সিটি খেতাব কেড়ে নিতে ভোটের আয়োজন করে। সূচিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন ব্রিটেনের এই নগর কাউন্সিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নির্যাতন, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে সূ চিকে চিঠি দেয় এ কাউন্সিল। চিঠির  জবাবে সূচি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেই তার খেতাব কেড়ে নেওয়ার জন্য ভোটের আয়োজন করে ব্রিটেনের এই কাউন্সিলটি।

গ্লাসগোর লর্ড প্রভোস্ট ইভা বোল্যান্ডার বলেছেন, রাখাইনে রোহিঙ্গা নিধন বন্ধে অং সান সূ চিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। জবাবে তার প্রতিক্রিয়া যা দেখেছি, তা খুবই হতাশাজনক এবং দুঃখের।

এমজে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি