ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয় মাইকোবাসের চালকসহ গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর শহরের নবীনগর টেকনিক্যাল এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ, হাসপাতাল ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মাইক্রোবাস দুটির মধ্যে একটি আশুলিয়ার বাইপাইল থেকে ১২ জন যাত্রী নিয়ে টাঙ্গাইল-জামালপুর-শেরপুর শহর হয়ে নকলার জানকিপুরের দিকে যাচ্ছিলো। অপরটি শেরপুর থেকে নেয়া যাত্রী ঢাকার বিমান বন্দরে নামিয়ে মাইক্রোচালক তার নিজের বোন-ভাগ্নিসহ গাজীপুর-ময়মনসিংহ হয়ে শেরপুরে শ্রীবরদী উপজেলার বটতলা দিকে যাচ্ছিলো। 

তীব্র গতিতে ছুটে চলা মাইক্রোবাস দুটি হঠাৎ শহরের নবীনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে গাড়ি দুটি দুমড়ে-মোচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মাইক্রোবাস দুটির চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। 

স্থানীয় বাসিন্দা ও সংবাদ পেয়ে পুলিশ, দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে ১৩ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাইক্রোবাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চালকদের তন্দ্রাচ্ছন্নতা কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি