শেরপুরে ‘বন্দুকযুদ্ধে` নিহত ১
প্রকাশিত : ১৮:৩৪, ৭ আগস্ট ২০১৯
শেরপুর দুই দল সন্ত্রীসাদের মধ্যে বন্দুকযুদ্ধে জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে সদর উপজেলার ধোপাঘাটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রুহুল আমিন রিপন (২৫) জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে মাদক নিয়ে বিরোধের সূত্রে বন্দুক যুদ্ধের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রিপনকে উদ্ধার করে। চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিলে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে পুলিশের ৪ সদস্য আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে দাবি করেন তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে কি ধরনের এবং কয়টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এমনটি জানতে চাইলে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।
জানা যায়, গত ৫ আগষ্ট শেরপুরের মীরগঞ্জ এলাকার পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবিরকে কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ীরা। নিহত রুহুল আমিন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া এলাকার কালু মিয়ার ছেলে।
এমএস/কেআই
আরও পড়ুন