শেরপুরে রেললাইন দাবিতে শতপদী পদযাত্রা
প্রকাশিত : ১৮:৪৯, ৩১ জানুয়ারি ২০১৮
শেরপুরে রেললাইনের দাবিতে ব্যতিক্রমী ‘শতপদী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জন উদ্যোগের আয়োজনে পদযাত্রাটি বুধবার শেরপুর শহর প্রদক্ষিণ করে।
পদযাত্রায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেয়। বুধবার সকাল বেলা ১১টার দিকে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।
পদযাত্রা শুরুর আগে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গণজমায়েত হয়। এতে শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে দ্রুত রেললাইন স্থাপনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সম্ভাবনাময় শেরপুর জেলার পর্যটন শিল্পের বিকাশ, নাকুগাঁও স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করা জরুরি। এজন্য শেরপুরে রেল সার্ভিস চালু এখন সময়ের দাবি।
জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শেরপুরে রেলপথ স্থাপন করার ব্যাপারে ব্রিটিশ সরকার ১৯৩০-৪০ এর দশকে প্রথম পরিকল্পনা গ্রহণ করলেও ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত-পাকিস্তান বিভক্তির পর বিষয়টি চাপা পড়ে যায়। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭০-এর দশকের শেষের দিকে পুনরায় জামালপুর-রাংটিয়া ভায়া শেরপুর রেলপথ স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়। কিন্তু সেটিও আর আলোর মুখ দেখেনি।
২০১৪ সালের ৮জুন তৎকালীন রেলমন্ত্রী পিয়ারপুর থেকে শেরপুরে রেলপথ স্থাপনের ঘোষণা দেন। এজন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজও শুরু হলেও অদ্যাবধি অগ্রগতি খুব একটা দৃশ্যমান হয়নি।
/ আর / এআর
আরও পড়ুন