ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত : ১৬:০৪, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৪, ২৯ মার্চ ২০১৬

Sherpurশেরপুরে শিশু আরাফাত রহমান রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান এ আদেশ দেন। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো আসলাম বাবু, আব্দুল লতিফ ও রবিন মিয়া। অপর আসামি ইমরান হাসানকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ৪ আসামীর প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গত বছরের ২ আগস্ট শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রাহাতকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে তার খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু। অপহরণের ছয় দিন পর নালিতাবাড়ীর বনের ভেতর থেকে রাহাতের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারিদের সাজা হওয়ায় সন্তোষ জানিয়েছে স্বজনরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি