শেরপুরের অবকাশ পর্যটন কেন্দ্র সংস্কার(ভিডিও)
প্রকাশিত : ১০:৫৩, ১৫ আগস্ট ২০১৮
‘পর্যটনের আনন্দে, তুলসিমালার সুগন্ধে’ এই শ্লোগানে শেরপুরকে দেশে ও বিদেশে ব্র্যান্ডিং করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় পর্যটকদের আকৃষ্ট করতে, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত শেরপুর জেলার সীমান্তবর্তী অবকাশ পর্যটন কেন্দ্রটি সংস্কার করা হয়েছে।
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীর কাংশা। প্রকৃতির অপরূপ বৈচিত্র উপভোগ করতে সেখানেই গড়ে তোলা হয়েছে অবকাশ পর্যটন কেন্দ্র। পর্যটনের ব্র্যান্ডিং শুরুর পর নতুন করে ঢেলে সাজানো হচ্ছে কেন্দ্রটিকে।
এখন সেখানে ছুটে বেড়ায় জীবন্ত হরিণ, দৌড়ায় সজারু, প্রকাণ্ড খাঁচার এমাথা-ওমাথা উড়ে বেড়ায় কয়েক প্রজাতির পাখি।
মিনি চিড়িয়াখানার পাশাপাশি আছে ডায়নোসর, দোয়েল, ঈগলের ভাস্কর্যও! প্রাণহীন এই ভাস্কর্যগুলোও রঙীন করে তোলা হয়েছে সম্প্রতি।
এ সব কর্মযজ্ঞেই প্রাণ ফিরেছে অবকাশ পর্যটন কেন্দ্রের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পর্যটক।
কেন্দ্রটিকে নতুন প্রাণ দেয়া এই মহতী উদ্যোগের নেপথ্যে যিনি, তিনি বললেন-- পর্যটকদের সুবিধার জন্য শেরপুর ডিসি লেক থেকে অবকাশ কেন্দ্রে যাতায়াতের জন্য বাসসার্ভিস চালু করা দরকার।
পর্যটনের সব ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা।
আরও পড়ুন