শেরপুরের ধলায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর
প্রকাশিত : ২২:১৪, ১৯ ডিসেম্বর ২০১৮
শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজার এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত অফিসটি ভাংচুর করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
ধলা ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন জানান, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাগবাড়ীর নির্বাচনী অফিসটিতে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত নৌকার অফিসটি ভাংচুর করে।
ভাংচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ দুর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানিয়ে ধলা বাগবাড়ী বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
পরে বিকেলে শেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক তার নির্বাচনী অফিসটি ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে প্রশাসনের নিকট দুর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বাগবাড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেআই/এসি
আরও পড়ুন