ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শেষ ওভারে মুম্বাইকে হারিয়ে চতুর্থ জয় তুলে নিল পাঞ্জাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৩ এপ্রিল ২০২৩

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সেকে ১৩ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানে বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব। 

২৯ বলে ৫৫ রান করেন স্যাম কারেন। এছাড়া হারপ্রীত সিংহ ৪১ ও শেষদিকে ৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন জিতেশ শর্মা। 

জবাবে, ঈশান কিষানের উইকেট হারালেও রোহিত ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বাই। রোহিত ৪৪ আর গ্রিন ৬৭ রানে বিদায় নিলে চাপে পড়ে দলটি। 

পরে ২৬ বলে ৫৭ রানের ঝরো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি সূর্যকুমার যাদব। শেষ ওভারে আরশদ্বীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ১৩ রানে হার মানতে হয় মুম্বাইকে।  

পাঞ্জাবের হয়ে অর্শদিপ সিং ২৯ রানের বিনিময়ে দখল করেন ৪টি উইকেট। তবে ম্যাচের সেরার পুরস্কার জেতেন স্যাম কারেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি