শেষ দিনে রাজধানী ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ
প্রকাশিত : ১৬:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
কাল ঈদ তাই শেষ দিনে রাজধানী ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ। সময় মত গন্তব্যে রওয়ানা দিয়েছে বাস-ট্রেন ও লঞ্চগুলো। আর, মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতে ঘরমুখো মানুষেরা।
শেষ সময়ের ঈদ আনন্দযাত্রা, ট্রেনে উপচে পড়া ভিড়। ভিতরে জায়গা না পেয়ে ছাদে চেপে বসেছেন অনেকেই।
স্বজনদের সাথে, ঈদের আনন্দ ভাগাভাগি করা চাইই-চাই; তাই তো ঝুকি নিয়েও বাড়ি ফিরছে মানুষ। শেষ দিন হলেও বেজায় খুশি সবাই।
রেলের শিডিউল বিপর্যয় কেটে যাওয়ায় খুশিষ যাত্রীরা। সঠিক সময়ে, ছেড়ে যাচ্ছে ট্রেন। তাই অপেক্ষার ভোগান্তিও নেই।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেধে দেওয়া সময় অনুযায়ী নির্দিষ্ট সময়েই ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।
আর বাসটার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা কম।
মহাসড়কের, যানজট এখন নেই তাই আরো বেশি যাত্রী পাওয়ার প্রত্যাশা ছিল পরিবহন ব্যবসায়ীদের। এ নিয়ে হতাশ তারা।
আরও পড়ুন