ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্ট হেরেই গেল বাংলাদেশ

প্রকাশিত : ১৩:২৫, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:২৫, ২৪ অক্টোবর ২০১৬

শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্ট হেরেই গেল বাংলাদেশ । ইংল্যান্ডের কাছে ২২ রানে হার মানে স্বাগতিকরা । শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলো ৩৩ রান আর ইংল্যান্ডের দরকার ছিলো ২ উইকেট। মাত্র ২৫ মিনিটেই বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলে নেয় ইংলিশরা । দুটি উইকেটই পেয়েছেন পেইসার বেন স্টোকস । ইনিংসের ৮২ ওভারের প্রথম বলে তাইজুলকে এলবিডব্লিউর ফাদে ফেলেন স্টোকস  । তাইজুলের সংগ্রহ ছিল ১৬ রান । এর এক বল পরেই শফিউল ইসলামও লেগ বিফোরের শিকার । দুটি সিদ্ধান্তই নিষ্পত্তি হয় রিভিউ দিয়ে । ৬৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৩ ও দ্বিতীয় ইনিংসে তোলে ২৪০ রান । বাংলাদেশ প্রথম ইনিংসে ২৪৮ ও পরের ইনিংসে করে ২৬৩ রান । দুই ইনিংস মিলিয়ে ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি