ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

শেষ মুহূর্তে যশুয়ার গোলে হার এড়ালো বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৫ জানুয়ারি ২০২৩

জার্মান বুন্দেসলিগায় টানা তিন ম্যাচ জয়হীন রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এবার ঘরের মাঠে কোলোগনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

আলিঅ্যাঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই পিছিয়ে পরে বায়ার্ন। মাত্র চার মিরিটের মাথায় দারুন গোলে সফরকারীদের এগিয়ে দের তিউনেশিয়ান মিডফিল্ডার এলিখ স্খিরি।

পিছিয়ে পড়ে গোলে শোধের চেষ্টার থেকে প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি সময় পার করতে হয় বাভারিয়ানদের। তবে বিরতির পর খেলার ধার কিছুটা বাড়ে বায়ার্নের। 

তবে কনোভাকেই লক্ষ্যভেদ করতে না পারায় ঘরের মাঠে হারের শঙ্কা জাগে তাদের। 

তবে শেষ মুহূর্তে যশুয়া কিমিছের দুর্দান্ত গোলে হার এড়ায় হারসি ফিক্সের শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি