ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শেষ ম্যাচে ভারতকে উড়িয়ে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৪ আগস্ট ২০২৩

প্রথমে টানা দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। শেষম্যাচ দাঁড়ায় অঘোষিত ফাইনালে। এই ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ম্যাচে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছিল ইতিহাস। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এর আগে কোন দলই ২-০ থেকে ফিরে এসে সিরিজ জেতেনি। শেষ পর্যন্ত অবশ্য জয়টা পেয়েছে স্বাগতিক উইন্ডিজই।

ফ্লোরিডায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। 

আগের দিনের মত ওপেনিং জুটি সফল হয়নি। শুভমান গিল আর জশস্বী জয়সওয়াল দুজনেই ফিরেছেন দুই অঙ্কের রান স্পর্শ করার আগেই। দুজনেই স্পিনার আকিল হোসাইনের শিকার। 

তিনে নামা সূর্যকুমার যাদব খেললেন এক দুর্দান্ত ইনিংস। ৪৫ বলে ৪টি চার আর ৩ ছয়ে সাজানো ইনিংসে করলেন ৬১ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে তিলকের ব্যাট থেকে।

স্বাগতিকদের হয়ে ৪টি উইকেট নেন রোমারিও শেফার্ড। 

জবাবে ব্রান্ডন কিং, নিকোলাস পুরানদের দানবীয় ব্যাটিংয়ে ৮ উইকেট ও ২ ওভার হাতে রেখে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। 

দুজন মিলে রান তুলেছেন ওভারপ্রতি ৯ এর বেশি গড় নিয়ে। এদের মধ্যে কিং ছিলেন বেশি বিধ্বংসী। দুজনের জুটি থেকে এসেছে ১০৭ রান। ফিফটি থেকে তিন রান দূরে থাকতে পার্টটাইম বোলার তিলক ভার্মার শিকার হয়েছেন পুরান। ১ চার আর ৪ ছয়ে সাজানো তার ৪৭ রানের ইনিংস। 

অপরপ্রান্তে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন ব্রান্ডন কিং। চার নাম্বারে আসা শাই হোপও সঙ্গ দিয়েছেন তাকে। ১৩ বলে ২২ রানের ইনিংসটা জয়কে করেছে আরও সহজ। 

শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিক উইন্ডিজ।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শেফার্ড আর সিরিজসেরা হয়েছেন নিকোলাস পুরান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি