ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শেষ শিরোপাটা ওর-ই প্রাপ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৩০ এপ্রিল ২০১৮

বছরজুড়েই যেন বার্সার মধ্যমণি হয়ে থেকেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এবারের শিরোপা জয়ের পর বার্সা শিবিরের মধ্যমণি হয়ে উঠেছেন মধ্য মাঠের অ্যাটাকিং খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা। আর তাই শিরোপা জয়ের পরই তা উৎসর্গ করেছেন আন্দ্রেস ইনিয়েস্তাকে।

লিওনেল মেসির না বললেও চলত। এবারের লা লিগায় অন্তত বার্সেলোনা তাঁর আর সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছে বড় ব্যবধানেই। কাল দেপোর্তিভোর বিপক্ষে ৮৭ মিনিটে মাঠে নেমেছিলেন ইনিয়েস্তা। বার্সেলোনার জার্সি গায়ে নিজের ৬৭০তম ম্যাচে সতীর্থরা তাঁকে উপহার দিল লীগ শিরোপা। মাত্র দুদিন আগে এক আবেগঘন সংবাদ সম্মেলনে বার্সা ত্যাগের ঘোষণা দেন আন্দ্রেস ইনিয়েস্তা।

ইনিয়েস্তাকে শুভেচ্ছা জানিয়ে মেসি বলেন, ‘ইনিয়েস্তার চলে যাওয়াটা সত্যিই ক্লাব ও আমাদের সবার জন্য দুঃখজনক ব্যাপার। তবে এই শিরোপাটা তাঁর প্রাপ্যই ছিল। সে ক্লাবের জন্য এত দিন যা যা করেছে, সেটা আমলে নিলে এই শিরোপাটা তাঁরই’।

গত দশ মৌসুমে এটি বার্সেলোনার সপ্তম লিগ শিরোপা। চার মৌসুমে তৃতীয় ডাবল। গত সপ্তাহে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা ডেল রের শিরোপাটা নিজেদের করে নেওয়ার পর লা লিগাতে এমন সাফল্যের পরও চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে হার সমর্থকদের পুড়িয়েছে বেশ’।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি