শেষ ষোলোয় কে কার মুখোমুখি
প্রকাশিত : ১০:৩৪, ২৯ জুন ২০১৮
শেষ হলো রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। এরইমধ্যে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সেরা ১৬ দল। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে দ্বিতীয় রাউন্ডে। ৩০ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে নকআউটের আকর্ষণ। তবে এবার গ্রুপ পর্ব ছিল চমকে ভরা। তার একটি জার্মানির বিদায়। হাঁটিহাঁটি পা-পা করে আর্জেন্টিনা উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোয় বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স-আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ড থাকছে চমকে ভরা।
এবার এক নজরে দেখে নেয়া যাক দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
তারিখ সময় ম্যাচ ভেন্যু
৩০ জুন রাত ৮টা ফ্রান্স-আর্জেন্টিনা কাজান এরেনা
৩০ জন রাত ১২টা উরুগুয়ে-পর্তুগাল ফিশ্ট স্টেডিয়াম
১ জুলাই রাত ৮টা স্পেন-রাশিয়া লুঝনিকি স্টেডিয়াম
১ জুলাই রাত ১২টা ক্রোয়েশিয়া-ডেনমার্ক নিঝনি নভগোরদ
২ জুলাই রাত ৮টা ব্রাজিল-মেক্সিকো সামারা এরেনা
২ জুলাই রাত ১২টা বেলজিয়াম-জাপান রোস্তভ এরেনা
৩ জুলাই রাত ৮টা সুইডেন-সুইজারল্যান্ড সেন্ট পিটার্সবার্গ
৩ জুলাই রাত ১২টা ইংল্যান্ড-কলম্বিয়া স্পার্টাক স্টেডিয়াম
এমজে/