ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩৮তম বিসিএস প্রিলি.

শেষ সময়ে ইংরেজি বিষয়ের প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ৮ নভেম্বর ২০১৭

৩৬ তম বিসিএসে পুলিশ ক্যাডার রব্বানি হোসেন

৩৬ তম বিসিএসে পুলিশ ক্যাডার রব্বানি হোসেন

বিসিএস ক্যাডার সার্ভিস প্রত্যাশীদের দরজায় কড়া নাড়ছে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা না হলেও শিগগিরই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এই সময়ে নিশ্চয়ই পড়ালেখায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন বিসিএস ক্যাডার প্রত্যাশী বন্ধুরা।  

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীরা সামনের স্বল্প সময়ে ইংরেজি বিষয়ে কীভাবে গুছানো প্রস্তুতি নিবেন সে বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের স্নাতক রব্বানি হোসেন

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় ভালো করার অন্যতম হাতিয়ার হচ্ছে ইংরেজি বিষয়ের ৩৫ নম্বর। এই বিষয়টাতে বেশিরভাগ পরীক্ষার্থীদের দুর্বলতা থাকে। তাই অন্যের weak point কে একটু সতর্ক হলেই আপনি strong point বানাতে পারেন। যা আপনাকে বিসিএস দৌড়ে এগিয়ে রাখবে।

বন্ধুরা একটু গুরুত্ব দিলেই আপনি ইংরেজিতে ৩৫ এর মধ্যে ২৭ থেকে ২৮ পেয়ে যেতে পারেন। শেষ সময়ে তাই ইংরেজি বিষয়ে প্রস্তুতির জন্য কিছু tips দেওয়ার চেষ্টা করছি-

ইংরেজি সাহিত্য, নম্বর ১৫

একটু চেষ্টা করলেই ইংরেজি সাহিত্যে ভালো করা সম্ভব। নিচের পদ্ধতি অবলম্বন করে আমরা সাহিত্যের বিষয়গুলোতে সহজেই ভালো করতে পারি।

প্রখ্যাত/বিখ্যাত ১০ থেকে ১২ জন লেখকের জীবনী, কর্ম, উক্তি এবং পুরস্কারের বিষয়গুলো শেষবারের মতো ঝালিয়ে নিন। যেমন- William Shakespeare, Christophen Marlean, Edmund Spenser, John Milton, Jonathon Swift, Alexander Pope, William WordsWorth, Sir Watter scat, S.T. Colendge, Jane Austen, P B Shelley, John keats, Tennyson, G. B. Slaw, W. B. Yeats, Pudy and kipling.

# বিভিন্ন যুগ বিশেষত Elizabethian period, Romantic ও Victorian পিরিয়ড। সেই সঙ্গে মডার্ন যুগের উল্লেখযোগ্য লেখক ও প্রভৃতি বিষয়গুলো শেষ সময়ে পড়ে নিতে পারেন। কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই এসে থাকে।

# literary terms, Awards in Literature (Nobel Price, বুকার পুরস্কার), বিভিন্ন লেখকের ডাকনাম বা পূর্ণ নাম, বিভিন্ন দেশের জাতীয় কবি এবং উল্লেখযোগ্য লেখক প্রভৃতি বিষয়গুলো ঝালিয়ে নিতে পারেন।

#ইংরেজি শোককাব্য (Elegics), মহাকাব্য, Characters এবং সমজাতীয় লেখাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। এখান থেকে ৩৫তম বিসিএস থেকে ৩৭ তম বিসিএস পর্যন্ত প্রত্যেকবারই প্রশ্ন আছে।

# ইংরেজি সাহিত্যের জন্য যেকোনো একটা প্রকাশনীর বই পড়তে পারেন। যেমন মিরাকল, প্রফেসরস, AN Easy Approval to English Literature বইগুলো তুলনামূলক ভালো।

বিগত ১৮ বছরের ইংরেজি সাহিত্যের প্রশ্ন 

পিএসসির বিগত ১৮ বছরের English Literature এর উপর প্রশ্ন শেয়ার করলাম। ৩৫ তম বিসিএস প্রিলিমিনারির জন্য ৪/৫ টা বই ঘেটে English Literature এর বিগত প্রশ্নসমূহ হাতে লিখে নিয়েছিলাম।তারপর টপিকস অনুযায়ী সাজিয়ে নোট করেছিলাম।আসলে সেই সময়টায় ইংলিশ নিয়ে জোর দিব, আরও কাজ করব, এমন অন্য কিছু ছিল না।নোট করেছিলাম - যেন সবাই যতটুকু পারে, আমিও যেন কমপক্ষে ততটুকু পারি। 

It is not enough to english literature preparation, just an example.
=======================
★ Age/Years :
=======================
Victorian : 1832-1901
Anglo Saxon : 450-1066
Elizabethan : 1558-1603
Renaissance : 1500-1660
Romantic age : 1798-1830
Romantic : 1798-1832
Modern : 1901-1939 
Post Modern : 1939
Shakespeare: Elizabeth age (1564-1616) 
Churchill got Nobel: 1953 
Novel award introduced in Literature: 1901 
TS Eliot born : 1888
.
.
=======================
★ Age/Period
=======================
Golden age: Elizabeth I age
Mid English Period: 1066-1500
Modern Poet: TS Eliot 
Oldest Period: Anglo Saxon 
Romantic Age Poet: J Keats, Wordsworth 
Romantic Period: 1798-1830
Shakespeare lived: Elizabeth Reign
Victorian age Poet: Robert Browning 
Victorian period: 19th century

.
=======================
★ Types 
======================= 
Shakespeare : Plays/Drama
Bertrand Russel : Philosopher(UK)
Charles Dickens : Novelist 
Goethe (Poet) : Germany
O Henry famous : Short history
Same period belong : ST Colidge + Wordworth
Epic Poet :John Milton, Lord Tennyson 
William Hazlitit : Essayist
Francis Bacon : Essayist 
Lucy Poem : Wordsworth
Charles Lamb : Essayist 
Lyciday : J Milton 
George Barnard Shaw : Play Writer
.
.
=======================
★ English Literary Terms: 
=======================
A Fantasy: Imaginary Story 
Achilles: Greek Fighter 
Ballad: Short narrative poem
Catastrophe: The tragic end of dramatic events
Lexicographer: Dictionary Writers
Limerick: Short form of light verse
Melodrama: Play: Violent & Sensational themes
Novel: Latin word
Ode - a lyric poem, often in the form of an address.
Opera – a musical drama.
Parody – imitation of a poem or a writing.
Penny dreadful – blood and thunder tales.
Plagiarism – act of stealing from the writing of others.
Protagonist – the leading character in a play / novel.
Rhetoric – the art of persuasive impressive speaking / writing.
Rhyme – short poem in same sound.
Satire - The literary art that uses honour and wit to attack and expose human folly and weakness.
Sonnet – a poem of fourteen lines.
Thrillers – sensational stories
Renaissance: The revival of life
Romantic Poetry feature: Subjectivity
Romanticism: Love & Beauty
To Daffodils: Short lived human life
.
.
=======================
★ Books & writers Name
=======================
A Brief History of Time-Stephen Hawking
A Farewell to Arms-Earnest Hemingway
A Long Walk to Freedom-Nelson Mandela
A Midsummer’s Nights Dream-William Shakespeare
A pair of Blue Eyes-Thomas Hardy
A Passage to India-E. M. Forster
Adonis-P. B Shelly
Akbar Nama-Abul Fazal
All’s Well that Ends Well-William Shakespeare
Andrea Del Sarto (Poem)-Browning
Animal Farm-George Orwell
Anna Karenina-Leo Tolstoy
Around the World in Eighty Days→ Jules Verne
As You Like it-William Shakespeare
Asian Drama-Gunner Myrdal
Blue Bird-Lord Alfred Tennyson
Caesar and Cleopatra-George Bernard Shaw
Canterbury Tales-Geoffrey Chaucer
Cesar and Cleopatra (Play)-G.B Shaw
Comedy of errors-Shakespeare 
Crime and Punishment-Dostoevsky
Das Capital-Karl Mark
David Copperfield-Charles Dickens
Dialogues-Plato
Dictionary-Samuel Johnson
Discovery of India-Johor Lal Nehru
Divine Comedy-Dante
Don Juan-Lord Byron
Dr. Faustus-Christopher Marlowe
Emma-Jane Austen
For Whom the Bell Tolls-Earnest Hemingway
Freedom-Bertrand Russell
Friends not Masters- Gen Ayub Khan
God of the Small Things-Arundhuty Roy
Great Expectations-Charles Dickens
Gulliver’s Travels-Jonathan Swift
Hamlet- Shakespeare
Hamlet-William Shakespeare
Heaven and Earth-Lord Byron
If Winter comes (Poem)- Shelley
Iliad-Homer
In Memoriam-Lord Alfred Tennyson
India Wins Freedom-Abul Kalam Azad
Isabella-John Keats
Julias Caesar (Tragedy)- Shakespeare 
Jungle Book-Rudyard Kipling
King Lear- Shakespeare (tragedy)
Kubla Khan- ST Coleridge
Leaves of Grass- Walt Whitman
Lycidas-John Milton
Macbeth-William Shakespeare
Main Kemp-Ad loaf Hitler
Man and Superman-George Bernard Shaw
Marriage and Moral-Bertrand Russell
Measure and Measure-William Shakespeare
Memories of the Second World War-Winston Churchill
Merchant of Venice (Comedy)- Shakespeare
Mother-Maxim Gorky
Ode to the West Wind-P.B Shelly
Odyssey-Homer
Of human bondage- Somerset Maugham
Oliver Twist-Charles Dickens
Origin of Species-Charles Darwin
Othello-William Shakespeare
Paradise Lost- J. Milton
Paradise Regained- Milton 
Passage to India-E.M Forster
Pilgrim’s Progress-John Bunyan
Politics-Aristotle
Prelude-William Wordsworth
Pride and Prejudice- John Austin
Prince-Machiavelli
Rape of the Lock-Alexander Pope
Republic-Plato
Robinson Crusoe-Daniel Defoe
Romeo and Juliet-William Shakespeare
Roots-Alex Haley
Samson Agonists-John Milton Das
Scholar Gipsy-Matthew Arnold
Sense and Sensibility-Jane Austen
Seven Seas-Rudyard Kipling
Silent Women-Ben Jonson
Solitary Reaper- William Wordsworth 
Songs of innocence- William Blake
Sons and Lovers, The Rainbow-D.H Lawrence
Tempest-William Shakespeare
Tess of the D’Urbervilles-Thomas Hardy
The 2nd world- Winston Churchill
The Alchemist-Ben Jonson
The diamond necklace (Short story)- Maupassant
The God of Small things- Arundhuti Roy
The Good Earth- Pearl S Buch (USA)
The Iliad- Homer
The Merchant of Venice-William Shakespeare
The new testament- John Wycliffe 
The Old Man and The Sea-Earnest Hemingway
The picture of Dorain Gray- Oscar Wild 
The Rainbow (Novel)- Lawrence
The Rape of the Lock-Alexander Pope
The Return of the Native-Thomas Hardy
The Rime of the Ancient Mariner-Samuel Taylor Coleridge
Animal Farm-George Orwell
The sacred flame- William Somerset Mengham
The Tale of Two Cities-Charles Dickens
The Taming of shrew- Shakespeare
The Time Machine- H.G Wells
The Waste Land (Poem)- TS Eliot 
The Way of the World-William Congreve
Things Fall Apart-Chinua Achebe
Time Machine-H. W Wells
To Skylark-P. B Shelly
Tom Jones-Henry Fielding
Top Secret-Henry Fielding
Try and Try Again-W.E Hick son
Twelfth Night-William Shakespeare
Ulysses (Novel)- Jmaes Joyces
Utopia-Sir Thomas Moore
Vanity Fair-W.M Thackeray
Volpone-Ben Jonson
Voyage of Lilliput-Jonathon Swift
Waiting For Goddot-Samuel Becket
War and Peace-Leo Tolstoy
Wealth and Nation-Adam Smith
West Land-T.S Eliot
Wuthering Heights-Emile Bronte
.
.
=======================
Character
=======================
Adam - Paradise Lost - J Milton (Epic) 
Alice - Lewis Carrol
Ancient Mariner - ST Colridge. 
Cleopatra - Othello (Tragedy) - Shakespeare
Hctor - Illiard (Epic) - Homer 
Ivanhoc - Ivanhoe - Walter Scott
James Bond - Ian Fleming 
Jeeves - Woodhouse
Kim - Kipling
Machbeth - Machbeth (Tragedy) - Shakespeare 
Micawber - David Coperfield - Charles Dickens
Oliver Twist - Oliver Twist - Charles Dickens
Sherlock Homes - Conan Doyle (Novel)s
Shylock - The Merchant of Venice (Comedy ) - Shakespeare
.
.
=======================
★ Quotations:
=======================
A thing of beauty is joy forever =Jonh Keats = Endymion
Beauty is truth-=Jonh Keats=Ode on a greacion keats
Behold her…single in the field=W. Wordsworth
Blow blow the winter wind=W shakespeare
Come live with me and be my love=Christopher marlow
Cowards die many time before their death = Shakespeare=Julias Caesar
England expects every man to do his duty=Nelson
Give me a good mother, I will give u a good nation=Nepoleon
Good face is the best letter of recommendation=Queen Elizabeth
He prayeth best who loveth best=ST Colridge =The Anci Marine
If winter comes can spring befar behind=PB Shelley=Ode to the west wind
If winter comes=PB Shelley=Ode to west wind
Justice delayed is justice denied=Gladstone
Oh lift me as a wave a leaf a cloud I blees=PB S.Shelley=Ode to the wesr wind
Our sweetest songs are those that tell of a saddesr thought=
Some book are to be tasted=Princess Bacon=of study
There are more thing in heaven and earth=Shakespaere=Hamlet ar charater
There is a divinity that shapes our ends= shakespeare=hamlet
To be or not to be that is the question= shakespeare=Hamlet
To err is human to forgive is divine=Alexander Pope
We look before and after=PB Shelley
.
.
=======================
★ কে কোন যুগের সাহিত্যিক? (শর্টকাট) 
=======================
.
# Romantic Period: 

Jane Austen 
Walter Scott 
William Blake
John Keats
 P.B Shelley
William Wordsworth 
 ST Coleridge
.
# Modern Period: 

.
বিস্তারিত :
D.H Lawrence
Somerset Maugham
E.M Forster
W. B. Yeats
 Earnest Hemingway
Rudyard Kipling
.
# Renaissance Period: 

It`s interesting !
1789 : French Revolution
1798 : Romantic period of English Literature started
1879 : Birth of Edward Forster
1888 : Birth of T.S Eliot

ইংরেজি গ্রামার, নম্বর ২০

ইংরেজি ব্যাকরণ অংশের মান ২০ হলেও এর সিলেবাস ব্যাপক। কিন্তু এ অংশের অনেক বিষয়ের দক্ষতা আপনাকে ইংরেজি বিষয়ে প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। সুতরাং ব্যাপক সিলেবাস বা পড়ার বিষয় থাকলেও বিসিএস প্রিলিমিনারিতে ভালো করে স্বপ্ন পূরণে এগিয়ে থাকতে চাইলে এর গুরুত্ব অনুধাবন করতে হবে। এসব বিবেচনায় রেখেই ৩৮তম বিসিএস প্রিলিমিনারির জন্য শেষ সময়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করছি-

# word

#বিসিএস প্রিলিমিনারী/লিখিত এবং সার্বিকভাবে ইংরেজি বিষয়ে ভালো করার জন্য word বা ইংরেজি শব্দ জানা অত্যন্ত জরুরী।

কারণ word জানলেই বাছাই পর্বে আসা synonyms, Antonyms, Spellings, Prefixes, Saffixes সম্পর্কিত প্রশ্নগুলোতে ভালো করা যায়। তবে word বিষয়ের সমস্যা সমাধানকল্পে GRE Vocabulary Solution বইটি পড়তে পারেন। আর যারা পড়ে ফেলেছেন তারা শেষ সময়ে আরও একবার ঝালিয়ে নিতে পারেন। মনে রাখবেন বাছাই পর্বে word জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 # Parts of speech: BCS  Preliminary exam এ এই অংশটি তুলনামূলক সহজ। কিন্তু তারপরও প্রত্যেক বিসিএসে এখান থেকে প্রশ্ন হওয়ায় শেষ মুহুর্তে এ বিষয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নিতে হবে।

#বিসিএস প্রিলিমিনারিতে তুলনামুলক কঠিন বিষয়গুলোর মধ্যে clauses, idioms and phrases বিষয় দুটি অন্যতম। এগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসায় একটু গুরুত্ব দিয়ে শিখে নিতে পারেন।

# Corrections এবং Transformations বিষয় দুটি BCS এর ইংরেজি ব্যকরণের মূল অংশ। যা একইসঙ্গে লিখিত পরীক্ষাতে এবং Free hand writing এ সমান গুরুত্বপূর্ণ। এই বিষয় দুটির  মধ্যে যে অংশ গুলো শেষে এসে ঝালিয়ে নিতে হবে সেগুলো হলো : Tense, Subject verb agreement, Sentence correction, Voice, narration, Right forms of Verbs প্রভৃতি।

বিশেষ দ্রষ্টব্য : এগুলো আমার ব্যক্তিগত BCS সম্পর্কিত ভাবনা। আপনাদের যদি সামান্য কাজে লাগে আমি স্বার্থক। ভুল করে থাকলে বা এ বিষয়ে কেউ দ্বিমত পোষণ করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

লেখক : রব্বানী হোসেন

৩৬ তম বিসিএস ক্যাডার (পুলিশ)


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি