ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শেষ হচ্ছে ঢাবি’র কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৮ ডিসেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০১৭ শেষ হচ্ছে আজ। সোমবার সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উৎসবের সমাপ্তি ঘটবে। ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’- এই আহবান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনা ব্যবস্থাপনায় গত ১১ ডিসেম্বর থেকে উৎসব শুরু হয়। স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৭টি নাটক নিয়ে দিনব্যাপী এই উৎসব চলে।

এবারের উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, বাদল সরকার, মমতাজউদ্দিন আহমদ প্রমুখ বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের সাহিত্যকর্মের নাট্যরূপ উপস্থাপিত হয়েছে।

সমাপনী সন্ধ্যায় রাগীব নাঈমের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হবে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নাটক ‘তারাবিবির মরদ পোলা’। আর উৎসবের পর্দা নামবে মমতাজউদদীন আহমদ’র ‘কী চাহ শঙ্খচিল’ নাটকটির মাধ্যমে। নাটকটির বিনির্মাণ ও নির্দেশনায় থাকছেন কীর্তি বিজয়া।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি