ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ হলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ১১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২১:১৫, ১১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শেষ হলো চার দিনব্যাপী গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেলা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২৫ দেশের পাঁচশ’ প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায়। 

এই মেলার আজ শনিবার ছিল সমাপনী দিন। 

তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনের জন্য বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন গত বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

প্রদর্শনীতে তৈরি পোশাক শিল্পের কাটিং, সেলাই ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারি, খুচরা জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসঙ্গে দেখার সুযোগ পায় দর্শনার্থীরা। 

প্রদর্শনীয় শেষ দিন মেলায় দর্শণার্থীদের ভিড় ছিল চোখের পড়ার মতো। 

জেডএম প্রিন্টিং অ্যান্ড ডিজাইন লিমিটেডের স্টলে গিয়ে একই অবস্থা দেখা যায়। এই স্টলে কর্মীরা জানান, তাদের প্রতিষ্ঠান বাংলাদেশভিত্তিক একটি বিশিষ্ট মুদ্রণ এবং ডিজাইন কোম্পানি, যা মুদ্রণ শিল্পে উদ্ভাবনী পদ্ধতি এবং উচ্চমানের পরিষেবার জন্য স্বীকৃত।  কোম্পানী বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ, যার মধ্যে সোনিক, পরমানন্দ এবং প্রিন্টিং সব ধরনের বৈচিত্র্য অন্তর্ভুক্ত রয়েছে। 

কর্মীরা আরও বলেন, জেডএম প্রিন্টিং অ্যান্ড ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। জেডএম প্রিন্টিং অ্যান্ড ডিজাইন লিমিটেড সক্রিয়ভাবে বড় বড় এক্সপো এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি