ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শেষ হলো জয়নুল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ৩০ ডিসেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৩ তম জন্মবার্ষিক উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গনে দুই দিনব্যাপী জয়নুল উৎসবের আয়োজন করেছেন। কারুশিল্প, অংকন ও চিত্রায়ণ, মৃৎ শিল্প, প্রাচ্যকলা, ছাপচিত্র লিপি ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

চারুকলা বিভাগের শিক্ষার্থীদের হাতে বানানো নিত্য ব্যবহার্য সৌখিন শিল্প সামগ্রী এ মেলায় স্থান পেয়েছে। বিভিন্ন স্টলে বিক্রি হচ্ছে হাতে বানানো কার্ড, মাটির তৈরি সৌখিন সামগ্রী, টব, মেয়েদের ওড়না, ফুলদানি, শো পিস, হাতে আঁকা ছবিসহ অসংখ্য পণ্য। কারু শিল্প বিভাগের শিক্ষার্থী ফাল্গুনী দাস তন্বী বলেন, “এ মেলার পণ্যগুলো দেখলে চিরায়ত বাংলার ঐতিহ্য মনে পড়বে। সুতরাং এ মেলাকে আরো বড় পরিসরে করা উচিত।

প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সামিনা জামান বলেন, “কোনো এক্সিভিউশন থেকে ছবি কিনতে গেলে দশ হাজার টাকার কমে কেনা যায় না, অথচ এমেলার মাধ্যমে সেটা নাম মাত্র দামে পাওয়া যাচ্ছে। আগামীতে এমেলায় শিল্প প্রেমীরা এলে আরো বেশি প্রাণ পাবে। দুই দিনব্যাপী শুরু হওয়া এ মেলার আজ ছিলো সমাপনী দিন।

 

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি