ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

শেষ হলো পাহাড়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১৬ এপ্রিল ২০২৩

জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাই। এ উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানালো মারমা সম্প্রদায়।

বান্দরবানের সাঙ্গু নদী তীরে জলকেলির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা। আর এ জলকেলির মধ্য দিয়ে শেষ হল বান্দরবানের মারমা সম্প্রদায়ের তিনদিন ব্যাপী সাংগ্রাই উৎসব।

জলকেলিতে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠে। পাশাপশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজারও মারমা নারী পুরুষ এ উৎসবে যোগ দেন। পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈসাবি।

প্রতিবছর চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষবরণ উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায় বৈসুকথ, মারমারা ‘সাংগ্রাইথ এবং চাকমা ও তঞ্চঙ্গ্যারা বিজুথ নামে এ উৎসব পালন করে। এ তিন ভাষার আদ্যাক্ষর নিয়ে এ উৎসবকে বলা হয় বৈসাবি। 

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি