ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শেষ ৩৭ রান তুলতেই ভারতের ৫ উইকেটের পতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বড় স্কোর গড়ার স্বপ্ন দেখিয়েও আশাব্যঞ্জক বড় স্কোর গড়তে পারেনি টিম ইন্ডিয়া। শেষ ৩৭ রান তুলতেই দলটি খুইয়েছে ৫ উইকেট। আর এতেই ২৮৫ রানে ভারতকে আটকে ফেলেছে নবাগত হংকনিজরা।

২৪০ রানে দুই উইকেট থেকে ২৮২ তে নেই সাত উইকেট, যদিও অবশ্য ওভার শেষ হয়ে আসছিল। শুরুর দিকে আম্বাতি রাইডু ও শিখর ধাওয়ানের ঝড়ো ব্যাটিংয়ের পর, বড় স্কোর গড়ার স্বপ্ন দেখে টিম ইন্ডিয়া। তবে মাহেন্দ্র সিং ধোনির শূন্য রানে আউট হওয়ার পর-ই রানের চাকা স্লথ গতিতে হাঁটতে থাকে।

২৪০ রানের মাথায় শিখর ধাওয়ার আউট হওয়ার পর, দলীয় ২৪২ রানের মাথায় ফিরে যান ধোনি। এরপর দলীয় ২৪৮ রানের মাথায় দীনেশ কার্ত্তিক ফিরে গেলে ভুবনেশ্বর কুমার ও কেদার যাবদ এসে কিছুটা হাল ধরার চেষ্টা করেন। তবে দলীয় ২৭৮ রানের মাথায় ফিরে যান ভুবি ফিরে যাওয়ার পর ২৮২ রানে ফেরত যান শার্দুল ঠাকুর।

আর এ জন্যই শেষ পর্যন্ত ৩০০ রানের নিচে থামতে হলো শচীনের উত্তরসূরিদের। তবে এ ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় হংকংয়ের স্পিনার কিঞ্চিত শাহকে। কিঞ্চিত ৯ ওভারে ৩৯ রান ব্যয়ে ৩ উইকেট তুলে নেয়।

এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি