ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

শেষের পথে আইরিনের তিন চলচ্চিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:১৮, ৬ জুলাই ২০১৭

চিত্রনায়িকা আইরিন অভিনীত নতুন তিনটি চলচ্চিত্র প্রায় শেষের পথে। চলচ্চিত্র তিনটি হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, অরন্য পলাশের ‘গন্তব্য’ এবং শফিকুল ইসলামের ‘ভোলা’।

আইরিন জানান, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ চলচ্চিত্রের দুটি গান, দুটি দৃশ্য, অরন্য পলাশের ‘গন্তব্য’র একটি গান এবং শফিকুল ইসলামের ‘ভোলা’র প্রায় ত্রিশ ভাগ কাজ বাকি আছে। তিনটি চলচ্চিত্রের কাজ সিডিউল সমন্বয় করে আইরিন শিগগিরই তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করে দিবেন বলে জানান।

ঈদের আগে হারুনুজ্জামানের নির্দেশনায় নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। তবে চলচ্চিত্রের নাম এবং এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এই সময়ে এসে আইরিন ছোটপর্দায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু তিনি চলচ্চিত্রেই এখন নিয়মিত কাজ করছেন। এ কারণে নাটকে কিংবা টেলিফিল্মে এখন আর অভিনয় করেনই না। কিন্তু অনেক ভালো ভালো গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি বিগত দিনে।

আইরিন বলেন,‘ এতোদিনতো শুধুমাত্র চলচ্চিত্রের কথা ভেবেই ছোটপর্দায় কাজ করিনি। কিন্তু আমি ভালো গল্প পেলে এবং নির্মাতা দক্ষ হলে কাজ করতে পারি। তবে সেটা যে খুব বেশি নিয়মিত তা নয়। বিশেষ বিশেষ দিবসে একটি বা দুটি কাজ করতে পারি। তবে আমার বর্তমান সময়ের শুটিং চলতি চলচ্চিত্রগুলো নিয়ে আমি দারুণভাবে আশাবাদী। কারণ, প্রতিটি চলচ্চিত্রের গল্প এবং চরিত্র আমার অনেক পছন্দের। ’

যশোহরের নোয়াপাড়ায় বাবা মায়ের সঙ্গে ঈদ উদযাপন শেষে গতকালই আইরিন ঢাকায় ফিরেছেন। আজ একুশে টিভি এবং জিটিভির দুটি টক শো’তে অংশ নিবেন তিনি। 

ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি