ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শোক দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১৫ আগস্ট ২০২১

দেশে চলমান করোনা পরিস্থিতিতে এবার কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের উদ্যোগে ক্লাবের পক্ষ থেকে আজ জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের আহবানে সাড়া দিয়ে ক্লাবের সদস্যরা প্রায় ২০ লাখ টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসে। এই উৎস হতে পর্যাক্রমে ১২০০ জন দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে আজ রোববার ১০০ জনেরও অধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে এই সহায়তা প্রদান করেন লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক। 

ত্রাণ বিতরণ শেষে বেগম নুরজাহান আহমেদ উপস্থিত গরিব দুঃখী মানুষদের খোঁজখবর নেন। এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী, সহ-সভানেত্রী, সেনা পরিবার কল্যাণ সমিতি ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিল্ড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা এবং তাঁর পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সকল লেডিস ক্লাব কর্তৃক অনেক আগে থেকেই নানাবিধ কার্যক্রমের পরিকল্পনা করা হয়। তদানুযায়ী সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ গরিব দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

সেই সাথে ১৫ই আগস্ট সকল সেনানিবাসে জাতির পিতার জীবনীর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসহ সেনানিবাসস্থ মসজিদসমুহে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি