ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্বশুরবাড়ি থেকে ঢাকায় আসবেন পাওলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০৭, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। কয়েকদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। সম্প্রতি মধুচন্দ্রিমার জন্য স্বামী অর্জুনসহ সুইজারল্যান্ডে যান তিনি। সেখানে তীব্র তুষারপাতের ফলে বিপদেও পড়েছিলেন নব দম্পত্তি। তবে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় তাদের সরিয়ে নেয়া হয়। সুইজারল্যান্ড থেকে দুবাইয়ে যাবেন পাওলি দাম। আর সেখান থেকে তিনি যাবেন শ্বশুরবাড়ি গুয়াহাটিতে। কয়েকদিন বিশ্রাম নিয়ে আসবেন বাংলাদেশে। পুবাইলে ‘হলুদ বাণী’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিবেন তিনি।

সিনেমাটি বাংলাদেশের তাহের শিপন ও কলকাতার পরিচালক মুকুল রায় চৌধুরী যৌথভাবে পরিচালনা করছেন। এ সিনেমাটির বাংলাদেশের অংশে প্রজেক্ট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয়াণ তমালিকা সরকার।

তিনি বলেন, এরই মধ্যে আমরা শুটিংয়ের জন্য সরকারি অনুমতি নিয়েছি। আর শুটিং শিডিউল এ মাসের শেষ দিকে থাকলেও সিনেমার অভিনেতা পরমব্রত বাংলাদেশে এখন অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। সেই সিনেমাতে তার চুলের কাট বা অনান্য বিষয়গুলো ভিন্ন। আর আমাদের সিনেমাতে তার চরিত্রটি সম্পূর্ণ আলাদা ধরনের। তাই ফেব্রুয়ারির শুরুতে ‘হলুদ বাণী’ সিনেমার বাকি কাজ শুরু করব আমরা। আর এ সময় কলকাতা থেকে পাওলি দামও ঢাকায় এসে শুটিং এ অংশ নিবেন। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে কলকাতায় ‘হলুদ বাণী’ সিনেমার কাজ শুরু হয়। কলকাতার পরমব্রত, পাওলি দামের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও এ সিনেমাতে অভিনয় করছেন।

‘হলুদ বাণী’-এর গল্প লিখেছেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি