ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শ্বেতী নিয়ন্ত্রণে মেনে চলুন এই বিষয়গুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৭ জুন ২০১৮

বর্তমানে পৃথিবীতে প্রায় ১-২ শতাংশ মানুষ শ্বেতী রোগের শিকার। অঙ্কটা শুনতে কম হলেও, পরিবর্তিত পরিস্থিতি ও অভ্যাসের ফলে এই অসুখের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা বরং ভাবাচ্ছে চিকিৎসকদের।

শ্বেতীর প্রবণতা কমাতে দুনিয়ার বিভিন্ন গবেষণা্য় উঠে এসেছে নানা তথ্য। নিজের ডায়াটে রাখা যেতেই পারে এমন কিছু খাবার, যার প্রভাবে অনেকটাই কমতে পারে শ্বেতী।

১. যে কোনও পাকা ফল, বিশেষত পাকা আম বা পাকা পেঁপে রাখুন খাদ্যতালিকায়।

২. এড়িয়ে চলুন সূর্যালোক। তাহলে কি বাড়ির বাইরে বোরনোই মানা?  তা নয় মোটেই। সূর্যের আলোয় বেরোলে ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সানস্ক্রিম।

৩. কমান মানসিক উদ্বেগ। শ্বেতীসহ নানা চর্মরোগকেই ছড়ায় মানসিক চাপ। তাই চেষ্টা করুন ফুরফুরে থাকতে।

৪. খাদ্যতালিকায় রাখুন ভিটামিন-সি সমৃদ্ধ খাবার।

৫. যে কোনও রাসায়নিক এ ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তাই কমমেটিকস, ব্যাগ, জুতো কেনার সময় পরামর্শ নিন চিকিৎসকের।পারলে কালো রং ও খাঁটি চামড়ার জিনিস এড়িয়ে চলুন।

ভাঙুন ভ্রান্ত ধারণা

১. শ্বেতী মানেই তা বংশগত নয়। বরং শতাংশের হিসেবে খুব কম প্রকারের শ্বেতীই জিনগত।

২. চিকিৎসাবিজ্ঞানের মতে, শ্বেতী কখনওই ছোঁয়াচে নয়। গুজব বা ভুল বোঝানোয় পা না দিয়ে ভরসা রাখুন বিজ্ঞানে।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি