ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্যামপুরে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর শ্যামপুরে মধ্যরাতে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন সদস্য এদের মধ্যে তিনজনই শিশু। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শ্যামপুরে লাল মসজিদ সংলগ্ন ৩ নম্বর রোডের তলা বাড়ির নিচতলায় আগুন ওই অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধ ব্যাক্তিরা হলেন মুদি দোকানী মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের ৩ সন্তান এ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)।

পরে পাঁচজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এনায়েতের স্বজনরা জানিয়েছেন, রাত আনুমানিক ৩টার দিকে তাদের ভাড়া বাসার এক রুমে আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। 

ঢামেক জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধদের সবার আশঙ্কাজনক। সবার সারা শরীর ঝলসে গেছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি