ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শ্যামল-শিমুর ‘সন্তান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৭ ডিসেম্বর ২০১৭

আদনান, রাহিকে ভালোবাসে। তাই সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। আদনান বাসায় এসে মাকে জানায় - সে বিয়ে করবে। মা জানতে চায় কে সেই মেয়ে- যাকে সে ভালোবাসে। সেই মেয়ের সঙ্গে মা ব্যক্তিগত ভাবে একাকি কথা বলতে চায়। আদনান মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রাহিকে জানায়। আদনানের কথা মত রাহি যায় মায়ের সঙ্গে দেখা করতে। মায়ের সঙ্গে কথা বলে বাসায় ফিরে যায় রাহি। এরপর থেকে সে আদনানের সঙ্গে কোন প্রকার যোগাযোগ করে না।

আদনান বুঝতে পারে না কেন রাহি তার সঙ্গে এমন ব্যাবহার করছে। বাসায় গিয়ে মা’র কাছে জানতে চায় সে। কিন্তু কোন কথা বলছে না মা। মায়ের নিরাবতায় বুঝতে বাকি থাকেনা কোন একটি ঘটনা অবশ্যই ঘটেছে। এভাবে নানান ঘটনার ভেতর দিয়ে এগিয়ে যাবে একক নাটক ‘সন্তান’।

নাটকটি মীরা মাল্টিমিডিয়া ব্যানারে নির্মিত হয়েছে। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি -পরিচালনা করেছেন মোহাম্মদ রুবেল আহমেদ। অভিনয় করেছেন- সুমাইয়া শিমু, শ্যামল মওলা, শেলি আহসান , আব্দুল্লাহ রানা সহ আরো অনেকে। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে শুক্রবার রাত ৮টায়।

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি