ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্যুটিংয়ে গুরুতর আহত আলিয়া ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ০০:০৫, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অ্যাকশন দৃশ্য ধারণের সময় গুরুতর আহত হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বুলগেরিয়াতে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিংয়ের সময়ই আহত হয়েছেন তিনি। 

জানা গেছে, সিনেমায় যাতে ডামি ব্যবহার করতে না হয় সে জন্য ঘোড়ায় চড়া এবং তাকে বশে আনা শিখছেন আলিয়া। ব্রহ্মাস্ত্র ছবিরই একটি অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং করছিলেন তিনি, আর তখনই গুরুতর চোট পান কাঁধে। এ জন্য তাকে আপাতত বিশ্রামেই থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। 

গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর শ্যুটিং শিডিউল বেশ হেকটিক। টানা শ্যুটিং করে ক্লান্তও হয়ে যান। আর তারই মাঝে এ ধরনের আঘাত৷ কিন্তু তাও মুম্বাইয়ে নিজের ঘরে এখনই ফিরতে পারছেন না নায়িকা।

এমনকি এই শিডিউলের জন্য জন্মদিনেও বাড়ি আসতে পারেননি তিনি৷ ছবির শ্যুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছিলেন এই অভিনেত্রী। 

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি